ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামী মঙ্গলবার পরবর্তী সভা করবে। এ কমিটির কাজ মূলত অর্থনীতিতে স্বচ্ছতা আনয়নের জন্য একটি অনুশীলন।
অনলাইন ডেস্ক :
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামী মঙ্গলবার পরবর্তী সভা করবে। এ কমিটির কাজ মূলত অর্থনীতিতে স্বচ্ছতা আনয়নের জন্য একটি অনুশীলন।
তিনি আরো বলেন, ‘এটা দুর্নীতি ধরার কমিটি না, এই কমিটি কোথায় দুর্নীতি হয়েছে সেটা বলবে এবং পরামর্শ দেবে, দুর্নীতি মাত্রা এবং কেন হয়েছে সেটা আসবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের কমিটি নতুন নীতিমালা তৈরিতে সহযোগিতা করবে।
এই কমিটি মূল তিনটা বিষয়ে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘এই কমিটি মূল তিনটা বিষয়ে কাজ করবে।
তার মতে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আপাতত আমরা যাচ্ছি না, তবে এডিপি উন্নতিতে বিষয়ে পরামর্শ দেব। মেগাপ্রজেক্টগুলোতে নজর দেওয়া হবে, মেগাপ্রকল্পের দায়দেনা বিষয়ে আলোচনা হবে।
আগের সরকারের মূল্যায়ন করা হবে না জানিয়ে ড. দেবপ্রিয় বলেন, ‘এই রিপোর্ট বিগত সরকারের আমলের মূল্যায়ন নয়।
ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতি ধরা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যাংক এবং আর্থিক খাত সংস্কার নিয়ে মূল্যায়ন করব না, তবে ব্যক্তি খাতের বিষয়গুলো এলে সেসব বিষয়ে আলোচনা করা হবে। এ জন্য ব্যাংকিং কমিশন করা হচ্ছে তারা করবে। এসব প্রতিষ্ঠানে যাতে সুযোগ্য লোকদের বসানো যায় সেটা আমরা বলব।’
তবে পুঁজি পাচারের বিষয়ে কাজ করবে জানিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘পুঁজি পাচারের বিষয়ে আমরা কথা বলব। এটা আলোচনা হয়েছে। এটা একটা জটিল প্রক্রিয়া। খুঁজে পেলেও ওটার জন্য দেশে মামলা করতে হবে। পরে ওই দেশের আইন অনুযায়ী আগাতে হবে। আর যাতে কেউ এই সুযোগ না পায় সেদিকে নজর দিতে হবে। এবং যারা এই কাজ করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.