Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সোনা চোরাচালান মামলায় যুবকের ১৪ বছরের জেল

বেনাপোল প্রতিনিধি :

 

যশোরে সোনা চোরাচালান মামলায় বেনাপোলের রাজ্জাক সরদারকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ জানুয়ারিতে ভারতে সোনা পাচারের সময় শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে বিজিবি।

ওই মোটরসাইকেলের চেচিসের মধ্যে থেকে বিশেষ কায়দায় রাখা ৬৩ পিস সোনারবার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার ওজন সাত কেজি ৩৩৭ গ্রাম। বাজার দাম পাঁচ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ১৯৪ টাকা। 

এ ঘটনায় বিজিবি ক্যাম্প শার্শার হাবিলদার নাসিম উদ্দীন বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

Exit mobile version