Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস : আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

 

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম/উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। রবিবারও (১ সেপ্টেম্বর) দেশের কোথাও কোথাও মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে দেশের কোনো নদী বা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে হবে না।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

 

তিনি বলেন, দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন সোমবারও দেশের দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে  বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। 

আবহাওয়া অফিস জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Exit mobile version