অনলাইন ডেস্ক :
সরকারি চাকরিজীবীদের সবার সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। তবে কতদিনের মধ্যে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
এতে বলা হয়েছে, ‘সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।’