

আন্তজাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলের তানগানইকা প্রদেশে বৃহস্পতিবার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে প্রদেশের মায়িবারিদি শহরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
কঙ্গোর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী লেখেন, সরকারের পক্ষ থেকে আমি দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সূত্র: রয়টার্স