অনলাইন ডেস্ক :
বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১১ জেলায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে ফেনীতেই মারা গেছেন ২৮ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন। নারী মারা গেছেন সাতজন এবং শিশু ১৯ জন।
সবচেয়ে বেশি ফেনীতে মারা গেছেন ২৮ জন, এরপর কুমিল্লায় ১৯ জন, নোয়াখালীতে ১১ জন, চট্টগ্রামে ছয় জন, কক্সবাজারে তিনজন মারা গেছে। এছাড়া খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজন করে মারা গেছেন।
তিনি জানান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে এসেছে। মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
এছাড়া এখনেও পানিবন্দী আছে পাঁচ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার। বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.