গাছের চারা খাওয়ার অপরাধে ‘গ্রেফতার’ ২ ছাগল !

অনলাইন ডেস্ক : ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ টাউনে দুটি ছাগলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই এলাকায় একটি এনজিওর লাগানো চারাগাছ খেয়ে ফেলে ওই ছাগলদ্বয়। তাদের মালিকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা নেওয়ার পর পুলিশের হেফাজত থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

খবর অনুযায়ী, হুজুরাবাদের পুলিশ অফিসার ভাসামশেট্টি মাধবী জানিয়েছেন, একটি এনজিও সেভ দ্য ট্রিজ ক্যাম্পেন চলাকালীন ওই ছাগল দুটিকে ধরে থানায় নিয়ে আসে। তারা অভিযোগ করেন, ছাগলরা প্রায় ১৫০টি চারাগাছ খেয়ে নিয়েছে। সেগুলি লাগানো হয়েছিল হুজুরাবাদ সরকারি হাসপাতালের প্রাঙ্গনে।

পিলারের সঙ্গে ছাগল দুটিকে বেঁধে রেখে কুম্মারিওয়ারার বাসিন্দা ছাগলদের মালিক দোরনাকোন্ডা রাজাইয়াহকে খবর দেওয়া হয়। গতকাল বুধবার তিনি থানায় এলে তার কাছ থেকে ১০০০ টাকা জরিমানা নেওয়া হয়। এরপর ছাগল দুটিকে ছেড়ে দেওয়া হয়।

যদিও পুলিশের বক্তব্য, এটা ঠিক গ্রেফতার করা নয়। পুলিশ কোনও অভিযোগ দায়েরও করেনি। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী পশুপাখির বিরুদ্ধে কোনও মামলা দায়েরের অধিকার নেই। তবে ছাগলের মালিককে পুলিশ সাবধান করেছে যে, যাতে ফের এ ধরনের ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *