১৯ কাস্টমস কমিশনারকে একযোগে বদলি করল এনবিআর

অনলাইন ডেস্ক :

 

কাস্টমস কমিশনার পর্যায়ের ১৯ জন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। জাতীয় বাজেট ঘোষণার দুই মাস পর বিভিন্ন কাস্টমস হাউস ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদবদল করা হলো। 

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ ও শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য ফারজানা আফরোজ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো।

 জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আত্ততায় এই বদলি বলে মনে করে এনবিআর। প্রজ্ঞাপন কবে থেকে এ আদেশ কার্যকর হবে তা উল্লেখ করা হয়নি। 

একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক পত্রে ১৩ জন চলতি দায়িত্বের কমিশনারকে কমিশনার পদে (গ্রেড-৩) পদোন্নতি দেওয়া হয়।

তার পরপরই তাদের বদলি ও পদায়ন করেন জাতীয় রাজস্ব বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *