প্রেমের টানে বাংলাদেশে এসে দুই বছর জেল খেটে অবশেষে ফিরলো পরিবারের কাছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে ভারতীয় এক তরুণীকে। প্রেমের টানে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এসে বিজিবির হাতে আটক হয়েছিলেন তিনি।

আটক প্রিয়াঙ্কা নস্কর (২৯) ভারতের হাওড়া জেলার শ্যামপুর থানা গোপীনাথপুর গ্রামের প্রতাব নস্করের মেয়ে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দর্শনা সীমান্ত চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের দুইদেশের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় তাকে।

জানা যায়, প্রিয়াঙ্কা নস্করের সাথে বাংলাদেশের নারায়নগঞ্জের এক যুবকের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গোড়ে ওঠে, কয়েকমাস মোবাইল ফোনে প্রেমের পরে ২০২২ সালের ৩ অক্টোবর  ভারত থেকে অবৈধভাবে  ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে দালালের সহযোগিতায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে  বিজিবির (৫৮) সদস্যদের হাতে আটক হয়। আটকের পর তাকে পাঠানো হয় ঝিনাইদহ জেলা আদালতে সেখানে ২ বছর সাজা হয়। সাজা শেষে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’দেশের পতাকা বৈঠকে এসময় অংশ নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দর্শনা আইসিপি কমান্ডার সুবেদার মোস্তফা মিয়া, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিকুর রহমান,  কাস্টমস ইন্সপেক্টর কাবিল সাদিক, দর্শনা থানার এসআই ফাহিম হাসান, ঝিনাইদহ জেল পুলিশ সদস্যরা। 

ভারতের পক্ষে অংশ নেয়, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গেদে ক্যাম্প কমান্ডার এসি তাপশসর, ইমিগ্রেশন ইনচার্জ  সঞ্জীব কুমার, কাস্টমস কর্মকর্তা আরপি জাদব,কৃষ্ণগঞ্জ থানা এএসআই তন্ময় দাস ও এনজিও কর্মী চিত্তরঞ্জন রায় প্রমুখ ।

প্রিয়াঙ্কা নস্করকে তার বাবা, মা ও তার বোনের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *