
কুষ্টিয়া প্রতিনিধি :
বাস ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে এই রুটগুলোতে সিএনজি অটোরিকশাও চলাচল করছে না। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এই দুই রুটে চলাচলকারীরা।
মেহেরপুরগামী আলম বলেন, ব্যক্তিগত কাজে কুষ্টিয়ায় এসেছিলাম। কাজ শেষে আজ দুপুরে মেহেরপুর ফিরে যেতে বাসের জন্য অপেক্ষা করছি। বাস চলাচল করছে না। কীভাবে যাবো বুঝতে পারছি না।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সেসময় অটোরিকশা চালকরা কয়েকজন বাস চালক ও শ্রমিকদের মারধর করেন। নিরাপত্তার অভাবে কুষ্টিয়ার দুটি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, অটোরিকশা ও বাস চালকদের দ্বন্দ্বে দুটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সমস্যা নিরসনে উভয় পক্ষকে নিয়ে সন্ধ্যায় বসার কথা রয়েছে। আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.