কুষ্টিয়ায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় ৮৮ বোতল ফেনসিডিলসহ জামিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

 

৩০ আগস্ট, শুক্রবার সকাল সাড়ে ৬টায় জেলার ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে র‌্যাব।

 

এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী জামিদুল ইসলাম দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

 

র‌্যাব জানায়, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮৮ বোতল ফেনসিডিল যাহার মূল্য আনুমানিক ২ লক্ষ ৬৪ হাজার টাকা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মো. জামিদুল ইসলামকে আটক করা হয়।

 

পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধার হওয়া মাদকসহ আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *