অনলাইন ডেস্ক :
অভিযানের আগে পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র, গোলা বারুদসহ লুণ্ঠিত অন্য সরঞ্জামের প্রায় অর্ধেকই জমা পড়েনি। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য মতে, ১১ ধরনের মোট পাঁচ হাজার ৮২৯টি অস্ত্র লুট হয়, এর মধ্যে তিন হাজার ৬৩টি জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে।
অভিযানের আগে জমা দেওয়া অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে পুলিশ সদর দপ্তর বলেছে, লুট হয়েছে পাঁচ হাজার ৮২৯টি বিভিন্ন ধরনের অস্ত্র। এর মধ্যে এখনো দুই হাজার ৬৬টি অস্ত্র উদ্ধার হয়নি।