অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কমিশনের কর্মপরিধি ঠিক করতে হয়ত আরো দুই থেকে তিন সপ্তাহ লাগবে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখা হয়েছিল, সেগুলো দিতে পারছে না তারা। লুটপাটের মাধ্যমে সেগুলো হাতিয়ে নেওয়া হয়েছে।