ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে তারা মানববন্ধন করেন।
এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, ‘ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। অনেক অমীমাংসিত বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাকে আরও কিছু দিন থাকার প্রয়োজন। যে সময়টুকু লাগবে, ততদিন তিনি থাকুক। নতুন যিনি আসবেন, তার বুঝতে সময় লেগে যাবে। সমস্যা বাড়বে। তার বদলির আদেশ প্রত্যাহার চাই।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ইউএনও মেহেরপুর সদরে বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু বলেন, তার বদলির আদেশ হয়েছে। এখনও রিলিজ আদেশ হাতে পাননি। সরকারের সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা জানান। যেখানে আদেশ হবে, যেতে হবে; এটাই নিয়ম।
তিনি বলেন, ‘শিক্ষার্থী ও ভেড়ামারার মানুষের ভালোবাসা পেয়েছি, এটি ভুলবার নয়। বদলির বিষয়ে সরকারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.