রাজবাড়ী প্রতিনিধি :
নিরাপদ ভ্রমণ-নিরাপদ জীবন” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ীর সহায়তায় সকালে শহরের বড়পুল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোছা: শামিমা পারভীন।
পরে ট্রাফিক আইন মেনে এবং মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য চালকদেরকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান। সেই সথে আগামীকাল থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন প্রয়োগ করা হবে জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. সাইদুজ্জামান সাকিবসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।