Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার কালিশংকরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

 

কুষ্টিয়ার কালিশংকরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে গতকাল শুক্রবার সন্ধ্যার পর কালিশংকরপুর ৭ নং ওয়ার্ডের পুর্বপাড়ার, (ভেটলতলা) নামক স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্ত্বার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বজলুর মোড় জামে মসজিদের ‘ঈমাম মুফতি মো. জাহিদুল ইসলাম’।

এ সময় উপস্থিত ছিলেন-হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, সালাম, মিঠু, রাশেদ, তুহিন, আলী, বস, লাহরী খান, খোকন, নয়ন, চয়ন, সাদ্দাম, সাব্বির, ব্যাংকার সৈয়দ মিনহাজুল মনির , আব্দুল্লাহ ও তুফানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক ভাবে তত্বাবধানে ছিলেন কালিশংকরপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, তরুণ সমাজ সেবক, কমিশনার প্রার্থী কামাল আল মামুন।

 

পরে মিলাদ মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার কয়েকজন সমন্বয়ক এসে একাত্বতা পোষন করেন। মিলাদ মাহফিল শেষে সবার মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

Exit mobile version