বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য ১০ শহর

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি বিশ্বের ১৪০টি শহরের উপর জরিপ প্রকাশ করেছে৷ এতে দ্বিতীয়বারের মতো শীর্ষ স্থান পেয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা৷

১. ভিয়েনা

একশোর মধ্যে ৯৯.১ নম্বর পেয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা৷ ফলে দ্বিতীয়বারের মতো ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি করা বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর তালিকায় প্রথম হয়েছে ভিয়েনা৷ স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো বিবেচনা করে এই তালিকা প্রকাশ করা হয়েছে৷

২. মেলবোর্ন

ভিয়েনার আগে ‘গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স’ তালিকায় টানা সাত বছর শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত মেলবোর্ন৷

৩. সিডনি

পঞ্চম থেকে এবার তালিকায় তিন নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়ার আরেক শহর সিডনি৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কিছু পদক্ষেপ নেয়ার মাধ্যমে পরিবেশ খাতে স্কোর বাড়ায় তালিকায় উপর উঠে এসেছে শহরটি৷

৪. ওসাকা

সিডনির কাছে তৃতীয় স্থান হারিয়েছে ওসাকা৷ ২০১৮ সালের আগে কিন্তু তালিকার শীর্ষ দশে কিন্তু জাপানের এই শহরটির নাম ছিল না৷ তবে অপরাধের হার কমিয়ে ও গণপরিবহনের মান বাড়িয়ে তালিকায় ঢুকে পড়েছে শহরটি৷

৫. ক্যালগেরি

উত্তর অ্যামেরিকার সবচেয়ে বসবাসযোগ্য শহর হয়েছে ক্যানাডার ক্যালগেরি৷

৬. ভ্যাঙ্কুভার

২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর ছিল এটি৷

৭. টরন্টো

ক্যানাডার সবচেয়ে জনবহুল শহর টরন্টো বিশ্বের সবচেয়ে মাল্টিকালচারাল শহরের স্বীকৃতি পেয়েছে৷ বাসিন্দাদের ৫১ শতাংশের জন্ম ক্যানাডার বাইরে৷

৮. টোকিও

২০২০ সালের অলিম্পিক সামনে রেখে টোকিওর চেহারা পরিবর্তন আনা হচ্ছে৷ বিশ্বের অন্যতম নিরাপদ শহরের তালিকায়ও জাপানের রাজধানীর নাম রয়েছে৷

৯. কোপেনহেগেন

শীর্ষ দশে ভিয়েনার পর ইউরোপের আর মাত্র একটি শহরের নাম ঠাঁই পেয়েছে৷ সেটি হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন৷ শহরটি বিশ্বের সবচেয়ে সাইকেলবান্ধব হওয়ার আশা করছে৷ ২০২৫ সালের মধ্যে যাত্রীদের ৫০ শতাংশ সাইকেলে চড়বে বলে আশা করা হচ্ছে৷

১০. অ্যাডেলেড

সিটি অফ চার্চ হিসেবে খ্যাত অস্ট্রেলিয়ার অ্যাডেলেডের জনসংখ্যা ১৩ লাখ৷ বিশ্বখ্যাত সৈকত ও রেস্তোরাঁর কারণে এই শহরে পর্যটকের সংখ্যা বাড়ছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *