রাজবাড়ী প্রতিনিধি :
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রায়পুর বাড়ির সামনে দাড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে মৃত্যু হয় তার।
স্থানীয়রা বলেন, দ্রুত গতির একটি মোটরসাইকেল তার বাড়ির সামনে ধাক্কা দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।