বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি :

 

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ অন্য সহ-সমন্বয়করা ও শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। 

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করো, করতে হবে’, ‘অন্যায় মব জাস্টিস বন্ধ করো, করতে হবে’, ‘ছাত্র সমাজের অঙ্গিকার রুখতে হবে অনাচার’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ও নির্যাতনমুক্ত একটি দেশ গড়ার জন্য আন্দোলন করেছি।

আবারো দেশে পূর্বের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নৈরাজ্য শুরু হয়েছে, এটি মানা যাবে না। যতদিন অন্যায় অত্যাচার থাকবে আমাদের লড়াই চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে যেভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এছাড়াও যত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি দোষী যেই হোক, অতিদ্রুত এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এমন বিচার করা হোক যেন আগামীতে কেউ এমন কাজ কর‍তে না পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *