ইবি প্রতিনিধি :
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করো, করতে হবে’, ‘অন্যায় মব জাস্টিস বন্ধ করো, করতে হবে’, ‘ছাত্র সমাজের অঙ্গিকার রুখতে হবে অনাচার’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ও নির্যাতনমুক্ত একটি দেশ গড়ার জন্য আন্দোলন করেছি।