তথ্য যাচাইয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ আ.লীগের

alig-desherpotrika

অনলাইন ডেস্ক :

 

সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকে যেকোনো দলীয় আপডেট এলে তা অবশ্যই যাচাই করার জন্য নেতাকর্মী ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছে আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ইউটিউব চ্যানেলে তথ্য যাচাই করার অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ করা হয়।

পোস্টে বলা হয়, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে, বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা। যেগুলোর কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকে যেকোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই দলের যোগাযোগমাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থক এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি।

দলের সামাজিক লিঙ্ক:

ফেসবুক পেজ
https://www.facebook.com/awamileague.1949
এক্স (টুইটার)
https://twitter.com/albd1971
টেলিগ্রাম চ্যানেল
https://t.me/albd1949
ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/@myalbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *