অনেকে চাননি নেইমার বার্সায় ফিরে আসুক: মেসি

অনলাইন ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতে নেইমারের ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনার-আলোচনার কম হয়নি। এবার সো প্রসঙ্গে মুখ খুললেন বার্সা তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা বললেন, তিনি চেয়েছিলেন নেইমার এই মৌসুমে বার্সেলোনায় ফিরে আসুন। আর্জেন্টাইন এই মহাতারকা মনে করেছিলেন, নেইমার ফিরলে লা লিগা চ্যাম্পিয়ন বার্সাকে বিশ্ব ফুটবলে আরও এক ধাপ এগিয়ে দিতে সাহায্য করতে পারতেন। দলবদলে মৌসুমে শেষের সময়ে অনেকটাই মেসির ক্লাব চেষ্টা করেছে ব্রাজিলীয় তারকাকে ছাড়ার ব্যাপারে পিএসজি’কে রাজি করাতে। অথচ দু’বছর আগে বিতর্কিত পরিস্থিতিতে নেইমার এই বার্সাই ছাড়েন প্রায় সাড়ে সতেরো হাজার কোটি টাকায়।

স্পেনের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মেসি পরিষ্কার বলেছেন, ‘‘সত্যি কথাটা হচ্ছে ও (নেইমার) ফিরে এলে আমি ভীষণ খুশি হতাম। বুঝতে পারছি কয়েক জন মানুষ এটা চায়নি। যেভাবে ও চলে গিয়েছিল তাতে এ রকম হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু খেলাধুলো যদি একমাত্র মাপকাঠি হয়, তাহলে এ কথা নিঃসন্দেহে বলতে হবে যে, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’’

মেসি আরও বলেছেন, ‘‘অবশ্যই নেইমার থাকলে আমরা বার্সার যে পারফরম্যান্স বা ফল আশা করছি, তা সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। ক্লাব হয়তো আরও এক ধাপ এগিয়ে যেতে পারত। স্পনসর, ক্লাবের ভাবমূর্তি, বৃদ্ধি- সব কিছু বিচার করেই এটা বলছি। কিন্তু বাস্তবটা হচ্ছে শেষ পর্যন্ত সে রকম কিছু হয়নি।’’

সাক্ষাৎকারে মেসির কথায় হতাশা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমি জানি না ডিরেক্টরদের সঙ্গে ওকে আনার ব্যাপারে পিএসজি-র আলোচনার সময় ঠিক কী হয়েছিল। তবে এটা জানতাম যে ওরা নেইমারের সঙ্গেও কথা বলছিল। ও-ই (নেইমার) কীভাবে ব্যাপারটা এগোচ্ছে তা আমাকে জানিয়েছিল। ও সত্যিই মন থেকে বার্সায় ফিরে আসতে চেয়েছিল।’’

মেসি যোগ করেছেন, ‘‘জানি পিএসজি আর নেইমারের সঙ্গে আপস-মীমাংসা করা শক্ত। বিশ্বের অন্যতম সেরা নেইমার। তাই সিদ্ধান্তে আসাটা হয়তো কঠিনই ছিল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *