পাবনা প্রতিনিধি :
প্রার্থনা সভা, গঙ্গা স্নান, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানা আয়োজনে পাবনায় পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব তিথি মহা-মহোৎসব পালিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর, রবিবার সকালে সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে পাবনার হিমাইতপুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় উৎসব আয়োজন।
এ সময় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সৎসঙ্গের কেন্দ্রীয় সদস্য ডা. সুব্রত রায়, সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য, সহ সম্পাদক নিখিল মজুমদার। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অনূকুল ভক্ত অংশ নেন।
সৎসঙ্গ বাংলাদেশের সহ সম্পাদক নিখিল মজুমদার জানান, অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে পাবনা শহরের পাথরতলায় শ্রী শ্রী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় সৎসঙ্গ বাংলাদেশের ২৫১ তম শরৎকালীন ঋত্বিক অধিবেশন। পরে মহাপ্রসাদ বিতরণ, শ্রী শ্রী ঠাকুরের প্রামাণ্য চিত্র প্রদর্শণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের দিব্য জীবন বাণী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থণা, বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ এবংসঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৮৮৮ সালে পাবনায় জন্ম নেয়া ঠাকুর অনুকূলচন্দ্র সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মন জয় করেন। ভক্তদের হৃদয়ের এই মহাপুরুষের জন্মস্থান পাবনার হিমায়েতপুরে প্রতি বছর ঠাকুরের আবির্ভাব ও মৃত্যু দিবস সাড়ম্বরে পালন করেন সৎসঙ্গের সদস্যরা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.