কুষ্টিয়ায় ৩ কাউন্সিলর র‌্যাবের হাতে আটক

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে আটক করেছে র‍্যাব। 

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপু‌রে কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের আটক করে র‌্যাব কার্যাল‌য়ে নি‌য়ে নেওয়া হয়।

 

আটক তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী।

 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইলিয়াস খান নাগ‌রিক তিন কাউন্সিলরকে আট‌কের বিষয়‌টি নিশ্চিত করে‌ছেন।

 

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত থাকা প্রত্যক্ষদর্শী পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর ব‌লেন, পৌরসভায় মা‌সিক মি‌টিং ছিল। মি‌টিংয়ে সকল কাউন্সিলর উপ‌স্থিত ছি‌লেন। এর ম‌ধ্যে ক‌য়েকজন কাউন্সিলর হা‌জিরাতে স্বাক্ষর ক‌রে চ‌লে যান। বেলা ৩টার দি‌কে মি‌টিং শেষ ক‌রে কাউন্সিলররা বের হ‌লে র‌্যাব তিন জন‌কে আটক ক‌রে নি‌য়ে যায়। ত‌বে‌ কী কার‌ণে নি‌য়ে গে‌ছে তা জানি না।

 

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক অপর একজন কাউন্সিলর ব‌লেন, বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে হতাহতের ঘটনায় দা‌য়েরকৃত মামলায় ক‌য়েকজন কাউন্সিলর আসামি হ‌য়ে‌ছেন। তারা আজ‌কের মা‌সিক সভায় উপ‌স্থিত হ‌য়েছি‌লেন। ত‌বে হা‌জিরা খাতায় স্বাক্ষর ক‌রে বেলা সা‌ড়ে ১২টার দি‌কে চ‌লে যান।

 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইলিয়াস খান জানান, কু‌ষ্টিয়া ম‌ডেল থানায় দা‌য়ের হওয়া এক‌টি হত‌্যা চেষ্টা মামলায় তা‌দের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌দের‌কে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *