
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৬৮ পিস ইয়াবাসহ মাদক কারবারে জড়িয়ে পড়া এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ সে্প্টেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল।
গ্রেপ্তার কামরুজ্জামান কাজল (২৭) বাটিকামারা এলাকার হাসান আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বলেন, গ্রেপ্তার কাজল বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তিন মাস আগে চাকরি ছেড়ে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তাঁর বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাকরি ছেড়ে মাদক কারবারে জড়িত হওয়ার বিষয়টি কাজল স্বীকার করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, দুপুরে গ্রেপ্তার প্রকৌশলীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.