‘এ দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না’

অনলাইন ডেস্ক :

 

মব লিঞ্চ করে ভয়ংকর নিষ্ঠুরতার সঙ্গে পিটিয়ে মানুষ মেরে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘এ রকম হত্যা কোনোভাবেই ছাড় পেতে পারে না। সেই সঙ্গে নতুন করে এ দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বরদাশত করা হবে না।’ 

 

তারা বলেন, ‘গত কয়েক দিনে ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গত পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ এবং গতকাল রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আরো একজনকে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং এই ঘটনায় ব্যবস্থা নিতে অক্ষম প্রক্টর, আবাসিক শিক্ষককেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এ রকম ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে দ্রুততম সময়ের ভেতরে এই ঘটনার সঙ্গে যুক্তদের বিচার নিশ্চিত করতে হবে।’ 
নেতৃবৃন্দ বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, মব লিঞ্চ ঘটনা ঘটতে দেওয়া যাবে না।

সেই সঙ্গে এটা সবাইকে বুঝিয়ে দেওয়া জরুরি যে গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র রূপান্তর ও মেরামতের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক দেশের দিকেই যাত্রা করবে। আগামীর বাংলাদেশে একদিকে যেমন অপরাধপ্রবণতা কমে সুশাসন নিশ্চিত হবে, জনতা নিজের হাতে আইন তুলে নেবে না এবং অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *