অনলাইন ডেস্ক :
দেশের সব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৪ কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর, কুমিল্লা, চট্টগ্রাম ও খলনা শিক্ষাঞ্চলের ২১টি জেলায় ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সময় প্রদান করেন।
উল্লিখিতি সময়ের মধ্যে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে অনলাইনে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.