ব্রাশ দিয়ে কি মিসওয়াকের সুন্নত আদায় হয় ?

প্র্রশ্ন : আমার এক বন্ধু আমাকে বলেছেন, টুথব্রাশ ও পেস্ট দিয়েই মিসওয়াকের সুন্নত আদায় হয়ে যায়; লাকড়ির মিসওয়াকের প্রয়োজন নেই। আমি বললাম, আমাদের ইমাম সাহেবের কাছে শুনেছি, টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করলে মিসওয়াকের সুন্নত পরিপূর্ণ আদায় হয় না। উত্তরে তিনি বলেন, হুজুরের কথা ঠিক নয়। এ ব্যাপারে আপনাদের মতামত কী? – মো. হাশেম, বসুন্ধরা আ/এ, ঢাকা

উত্তর : মিসওয়াকের সুন্নতের দুটি দিক আছে। এক. দাঁতের পরিচ্ছন্নতা; যেমন—কয়েক দিন মিসওয়াক না করার দরুন মুখে দুর্গন্ধ হলে তা মাকরুহ। দুই. আরেকটি দিক হলো মিসওয়াক করার মাধ্যম, যার দ্বারা দাঁত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

টুথপেস্ট, ব্রাশ ও মাজন দিয়ে মিসওয়াক করার ক্ষেত্রে মিসওয়াকের সুন্নতের প্রথম দিকটি আদায় হবে। ইমাম নুওয়ী (রহ.) বলেন,  দাঁতের দুর্গন্ধ ও ময়লা দাগ পরিষ্কার করার জন্য যেকোনো জিনিস দিয়ে মিসওয়াক করলেই দুর্গন্ধ থেকে মুক্ত করার সুন্নত আদায় হয়ে যায়। (শরহে মাজহাব ১/২৮১)

কিন্তু দ্বিতীয় সুন্নতটি আদায় তখনই হবে, যখন মিসওয়াকটি রাসুল (সা.)-এর মিসওয়াকের মতো (লাকড়ির) হবে। (জাদিদ ফিকহি মাসায়েল ১/৬৫)

তাহলে বোঝা গেল, টুথব্রাশ দিয়ে মিসওয়াক করলে পরিপূর্ণ সুন্নত আদায় হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *