কুমারখালী প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত যদুবয়রা ইউনিয়ন কে হারিয়ে কুমারখালী পৌরসভা চ্যাম্পিয়ন। আজ বিকাল ৪ টায় কুমারখালী এম এন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ রাজিবুল ইসলাম খান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র আলহাজ্ব সামসুজ্জামান অরুন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, কুমারখালী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ধারাভাষ্যকার ছিলেন মোঃ আরিফ।
খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ১/১ গোলে ড্র হয় পরে ট্রাইব্রেকারে কুমারখালী পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দল জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।
আয়োজকরা জানিয়েছেন এ খেলার মধ্যে দিয়ে জাতীয় মানের খেলোয়াড় বেড়িয়ে আসবে বলে মনে করেন। যা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলা প্রসারিত হবে।