অনলাইন ডেস্ক :
পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষের সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে ঘটনার সূত্রপাত, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় সংঘর্ষ এড়াতে তারা কঠোর অবস্থানে রয়েছে।
আঞ্চলিক সরকারের মুখপাত্র সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কমাতে প্রশাসন উভয় জনগোষ্ঠীর প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলেছে। উভয়পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেঠে। গত জুলাই মাসেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন মারা যায়।সূত্র: এপি, দ্য ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া