ডিপি ডেস্ক :
অভিযান সূত্রে জানা যায়, কদিন ধরে ফরিদপুরে ইলিশ মাছ চড়া দামে বিক্রির তথ্য পান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই সময়ে ডিমের বাজারেও অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সেখানে ডিমের দামে কারসাজি করায় ‘বাদশা ভ্যারাইটিজ স্টোর’ নামের ডিমের দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল বলেন, ‘ইলিশের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং ইলিশ নিয়ে কারসাজি বন্ধ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।