ফরিদপুরে কেজিতে ৩০০ টাকা কমল ইলিশের দাম

ডিপি ডেস্ক :

 

ফরিদপুরে ইলিশ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কেজিতে ৩০০ টাকা দাম কমেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

 

অভিযান সূত্রে জানা যায়, কদিন ধরে ফরিদপুরে ইলিশ মাছ চড়া দামে বিক্রির তথ্য পান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযোগ পেয়ে শহরের হাজী শরিয়তউল্লাহ বাজারে লোক পাঠানো হয়। তার কাছে কেজি সাইজের একটি ইলিশের দাম ১৭শ টাকা চাওয়া হয়। এ সময় জেলা সহকারী পরিচালক সোহেল উপস্থিত হলে ১৭শ টাকার জায়গায় ১৪শ টাকায় বিক্রি শুরু হয়। ইলিশের দাম বেশি রাখা, ক্রয় ভাউচার না থাকা এবং যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ‘দাস ভান্ডার’ নামের আড়তের মালিককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সঙ্গে আড়তদার ও খুঁচরা বিক্রেতাদের সতর্ক করা হয়। 

একই সময়ে ডিমের বাজারেও অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সেখানে ডিমের দামে কারসাজি করায় ‘বাদশা ভ্যারাইটিজ স্টোর’ নামের ডিমের দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানের বিষয়ে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল বলেন, ‘ইলিশের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং ইলিশ নিয়ে কারসাজি বন্ধ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া ডিমের দামের কারসাজি বন্ধেও অভিযান চলমান থাকবে। দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *