কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

 

কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করা হয়েছে। 

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন পৌর বিএনপির সাবেক সভাপতি ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

 

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *