ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদরে অভিযান চালিয়ে ৮২২ পিস ইয়াবাসহ জাফর আলম নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মধুপুর এলাকার সরকারি টেক্সটাইল কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জাফর আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা পশ্চিম শিকদার পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ কালের কণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মধুপুর সরকারি টেক্সটাইল কলেজ এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে।
সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে জাফর আলম নামের এক কারবারি আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৮২২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক জাফরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।