রাজবাড়ী প্রতিনিধি :
গ্রেপ্তার রফিকুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ আরো ৩টি মামলা রয়েছে।তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।