রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

রাজবাড়ী প্রতিনিধি :

 

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার রফিকুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা।

 এলাকাবাসী জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তার হাতে সাংবাদিকসহ অনেক নিরীহ লোক লাঞ্ছিত হয়েছে। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ আরো ৩টি মামলা রয়েছে।তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *