কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন

দৌলতপুর  (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুর মরদেহ রাতে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।

তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারে পক্ষ থেকে মামলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।

এসম মাহবুবুর রহমান বলেন, নিহত ইউপি চেয়ারম্যানের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শর্টগানের গুলি দিয়ে মারা হয়েছে আরও তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।

নঈম উদ্দীন সেন্টু (৭০) ফিলিপনগর এলাকার মৃত মতলেব সরকারের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *