দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুর মরদেহ রাতে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।
তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারে পক্ষ থেকে মামলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।
এসম মাহবুবুর রহমান বলেন, নিহত ইউপি চেয়ারম্যানের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শর্টগানের গুলি দিয়ে মারা হয়েছে আরও তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
নঈম উদ্দীন সেন্টু (৭০) ফিলিপনগর এলাকার মৃত মতলেব সরকারের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.