কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে সাজিদ আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১.৩০টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের দরগাপাড়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাজিদ আলী মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাঠে কাজ করা কৃষক ও দিনমজুররা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত্যু ঘোষণা করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।