বৃহস্পতিবার বন্ধ থাকবে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক :

 

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার দেশব্যাপী সব নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করা হয়েছে।

 

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এ প্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর বাংলাদেশে কার্যরত সব নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় এবার একদিন ছুটি বাড়িয়েছে সরকার। সেই ছুটি কার্যকর হচ্ছে বৃহস্পতিবার। এদিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *