তাঁতীবাজার পূজামণ্ডপে দুষ্কৃতিকারীর হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে ছুটে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে ওই পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হন।
হাসপাতালে গিয়ে মো. নাহিদ ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ও চিকিৎসার সব খরচ বহন করা হবে।পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।