হামলা পূজামণ্ডপে, হাসপাতালে আহতদের দেখতে তথ্য উপদেষ্টা নাহিদ

ডিপি ডেস্ক : 

তাঁতীবাজার পূজামণ্ডপে দুষ্কৃতিকারীর হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে ছুটে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে ওই পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হন।

হাসপাতালে গিয়ে মো. নাহিদ ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ও চিকিৎসার সব খরচ বহন করা হবে।পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতিকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতিকারী তাঁতীবাজার পূজামণ্ডপে কাঁচের বোতল ছোড়ার চেষ্টা করে। বোতল নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *