দেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক :

 

আগামী ৩ দিন দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা। শুক্রবার সকালে ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

 

আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়,  এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে সারাদেশ হতে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ সময় এ ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি পড়ছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুই-তিনদিনের মধ্যেই সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে।এতে তখন দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে পড়তে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ  বলেন, ‘মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় এরকম বজ্রসহ বৃষ্টি হওয়া স্বাভাবিক। ইতোমধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে মৌসুমি সারা দেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে।

এ সময় দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। তবে বৃষ্টি কমলেও এখন ক্রমশ দিনের পরিধি কমতে থাকায় তাপমাত্রা বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই।’ 

বজলুর রশিদ বলেন, দুই-তিনদিন কম থাকলেও আগামী ১৫ অক্টোরের পর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে এটি মৌসুমি বায়ুর প্রভাবে হবে না।

আরব সাগরে একটি লঘুচাপ রয়েছে যেটি নিম্নচাপে রূপ নিতে পারে। সেখান থেকে কিছু মেঘ বাংলাদেশের দিকে এসে বৃষ্টি কিছুটা বাড়াতে পারে। 

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার ময়মনসিংহ ও সিলেটে বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। 

পরবর্তী দুই দিনে (রবি ও সোমবার) বৃষ্টিপাতের বিস্তৃতি আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরে ৫১টি পর্যবেক্ষণাগারের মাত্র ১৯টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে শুক্রবার। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নোয়াখালীর হাতিয়ায়, ২৪ মিলিমিটার। এছাড়া নেত্রকোণায় ২০ মিলিমিটার ও সিলেটে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *