কুড়িগ্রামের রাজারহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোস্ট করায় মূল হোতা শাহীন আলম এবং লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাভলু মিয়া নামের আরো একজনকে উলিপুরের মণ্ডলের হাট এলাকা থেকে বিকেল ৪টার দিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জানা যায়, শনিবার সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট করেন।
পরবর্তীতে ফেসবুক পোস্টটি জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ কটূক্তিকারী শাহীন আলমকে গ্রেপ্তার করে।শাহীন রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং উলিপুর উপজেলার মণ্ডলের হাট ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা লাভলু মিয়া (২৯) শাহীনের ভায়রা।
পুলিশ সুপার মাহফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।