তছির রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জরি মিস্ত্রির ছেলে।
রাজবাড়ী প্রতিনিধি :
তছির রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জরি মিস্ত্রির ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, বুধবার সকালে কে এম ফরহাদ হোসেন ফেসবুক আইডি থেকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে। এতে এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে প্রতিক্রিয়া ও বিদ্বেষ দেখা গেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মামলার রহস্য উদঘাটনের কাজে নামে। যার অংশ হিসেবে দীর্ঘ ১৭ ঘণ্টার প্রচেষ্টায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে ঝিনাইদহ থেকে মো. তছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, অনলাইনে ভাইরাল হওয়ার জন্য ১ নং আসামির সঙ্গে যোগসাজশে ওই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় গত শুক্রবার থানার এসআই মো. শরীফ মফিজুর রহমান বাদী হয়ে ফরহাদ ও তছিরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
মো. শরীফ মফিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে সে বিষয়ে ১ নং আসামি ফরহাদ ও ২ নং আসামি তছির উদ্দিন কারো দ্বারা প্ররোচিত হয়েছেন কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃত আসামি তছির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.