
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর সীমান্তের চিলমারি ইউনিয়নের উদয়নগর বিওপি এলাকার সীমানা পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের আকবর আলীর (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশিকে আটক করা হয়।
আটকরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জেলার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলনম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হাকিমপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশি মাদক ব্যবসায়ী ও হত্যাকাণ্ডের সাথে জড়িত কুখ্যাত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে একাধিক মাদক, নাশকতা, চুরি, চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরো উল্লেখ করে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুইজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে । সেই সাথে দৌলতপুর থানা থেকে তাদেরকে নাটোর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.