ডিপি ডেস্ক :
কুষ্টিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন করলেন সম্মানিত রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়।
শনিবার (১২ অক্টোবর’ ২৪ খ্রি.) তারিখ সন্ধ্যা ১৭.৩০ ঘটিকায় খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয় কুষ্টিয়া জেলায় আগমন করেন। এসময় সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
পরবর্তীতে সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহা নবমীর রাতে কুষ্টিয়া মডেল থানাধীন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়কে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। সেখানে উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, পূজা উদযাপন কমিটি ও সাংবাদিকদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং প্রদান করেন।
সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় বক্তব্যের শুরুতেই খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন। তিনি বলেন এখন পর্যন্ত খুলনা বিভাগের প্রতিটি পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো এবং আমি রেঞ্জ পুলিশের প্রধান হিসেবে অত্যান্ত খুশি। আমার জানামতে এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে। আজ মহানবমীতে মন্ডপ গুলোতে লোকসমাগম অন্য দিনের তুলনায় অনেক বেশি, সকলে অত্যন্ত নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা পালন করছে।
পরিশেষে তিনি বলেন সমাজে সব সময় কিছু দুষ্টু বা খারাপ প্রকৃতির লোক থাকে। তারা সবসময় চেষ্টা করবে আমাদের উৎসবকে বাধাগ্রস্ত করতে। আর এটাকে সকলে মিলে প্রতিহত করবো। মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় পূজা মন্ডপে উপস্থিত কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, সম্মানিত অতিরিক্ত ডিআইজি (অপারেশন), খুলনা মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ তারেক জুবায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার নেতৃবৃন্দ।