অনলাইন ডেস্ক :
এদিকে আশ্বিনের শেষ দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়ার খবর পাওয়া যাচ্ছে। বছরের এই সময় দেশের উত্তর-পশ্চিমাংশে কিছুটা কুয়াশা পড়া স্বাভাবিক বলে জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
আগামী কিছুদিনের তাপমাত্রা কেমন থাকতে পারে জানতে চাইলে মনোয়ার হোসেন বলেন, ১৫ অক্টোবরের (মঙ্গলবার) পর থেকে কিছুদিনের জন্য তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এ ছাড়া ২০ অক্টোবরের পর সাগরে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে তখনো কিছু বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে তাপমাত্রা কমবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার দেশের বেশির ভাগ অঞ্চলই ছিল বৃষ্টিহীন। এদিন দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মাত্র ছয়টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি অঞ্চলেই রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ ছিল সামান্য (১ মিলিমিটারেরও কম)। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে, ৩ মিলিমিটার। এ ছাড়া নেত্রকোনা ও কক্সবাজারের কুতুবদিয়ায় দুই মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।