Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে আলম শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। আলম শেখ উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদহ গ্রামের মৃত জুলমত শেখের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ধানক্ষেতে পানি জমেছে কিনা দেখতে যান আলম শেখ। এরপর আর বাড়িতে না ফিরে আসায় খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যা ৬টার দিকে মাঠে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে আসেন স্বজনেরা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হলে আলমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version