ডিপি ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ফেসবুকে কটূক্তির অভিযোগে জুবায়ের হোসেন সাজু (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ‘অবুঝ বালক জুবায়ের’ নামের ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক ওই পোস্ট করেন তিনি।
অভিযুক্ত জুবায়ের উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে ইসলামের ইতিহাস বিষয়ে অধ্যায়নরত বলে জানা যায়।
যদিও আটক যুবক জুবায়ের নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।