Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে জেল পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ফারুক হোসেন (৩০) নামে একজন জেল পলাতক আসামি গ্রেফতার হয়েছে।

 

শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার ডাংমড়কা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ডাংমড়কা পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 

র‌্যাব সূত্র জানায়, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পালানোর ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০। পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান-এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি মো. ফারুক হোসেনকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তরর করা হয়েছে।

Exit mobile version