Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মতিয়া চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক :

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আর নেই। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এভার কেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন। 

ডা. আরিফ মাহমুদ বলেন, আজ বেলা ১১টার দিকে ‌’কার্ডিয়াক অ্যারেস্ট’ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় মতিয়া চৌধুরীকে। অ্যাটাক খুব ভয়াবহ ছিল। সাধ্যমতো চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার মতিয়া চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার প্রয়াত স্বামী সাংবাদিক বজলুর রহমানের কবরের পাশে শায়িত করা হবে।

Exit mobile version