দেশের বাজারে আসছে রয়াল এনফিল্ডের নতুন ৪ মডেল

অনলাইন ডেস্ক :

 

বহুজাতিক কম্পানি রয়াল এনফিল্ড দেশের বাজারে নতুন মডেলের মোটরসাইকেল আনছে। আগামী সোমবার অনলাইনে ৩৫০ সিসির চারটি মডেল উন্মুক্ত করা হবে। এরপর তেজগাঁওয়ে রয়াল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে মডেলগুলো সরাসরি প্রদর্শিত হবে। 

 

রয়াল এনফিল্ড মোটরসাইকেলগুলোর সংযোজন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে ইফাদ মোটরসের স্থাপিত কারখানায়।

দেশে রয়াল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস। মোটরসাইকেলগুলোর দাম ও মডেল সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি কম্পানিটি।  

তবে নতুন চারটি মডেলে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার ‘জে’ সিরিজের ইঞ্জিন থাকবে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলগুলোর দাম হবে চার-পাঁচ লাখ টাকার মধ্যে।

 

১২৩ বছর আগে রয়াল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদন শুরু হয় যুক্তরাজ্যে। সে সময় সামরিক বাহিনীর সদস্যদের কথা ভেবে মোটরসাইকেলটি তৈরি করা হয়েছিল। বর্তমানে রয়াল এনফিল্ডের মালিক ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরস। বিশ্বের ৫০টিরও বেশি দেশে রয়াল এনফিল্ডের বাজার রয়েছে।

গত বছর কম্পানিটি বিক্রি করে ৯ লাখ ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *