

অনলাইন ডেস্ক :
বহুজাতিক কম্পানি রয়াল এনফিল্ড দেশের বাজারে নতুন মডেলের মোটরসাইকেল আনছে। আগামী সোমবার অনলাইনে ৩৫০ সিসির চারটি মডেল উন্মুক্ত করা হবে। এরপর তেজগাঁওয়ে রয়াল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে মডেলগুলো সরাসরি প্রদর্শিত হবে।
তবে নতুন চারটি মডেলে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার ‘জে’ সিরিজের ইঞ্জিন থাকবে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলগুলোর দাম হবে চার-পাঁচ লাখ টাকার মধ্যে।