রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক শিকদার (৫০) কে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর আদালত থেকে জামিন মুক্তি পান তিনি।
২১ অক্টোবর, সোমবার বিকাল ৪টার দিকে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. সুমন হোসেন আব্দুল মালেক শিকদারের জামিন মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন আসামীর আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি।
এর আগে ২১ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় জেলার সদর উপজেলার জৌকুরা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা শেখ বাদি হয়ে চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
অভিযোগ পত্রে বাদী মো. মোস্তফা শেখ উল্লেখ করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার ৫ আগস্ট বিকালে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমনকি বাদীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। মামলায় আব্দুল মালেক শিকদারসহ, মিরাজ মাঝি, মধু মোল্লা, সমির মোল্লা, মেহেবর, বাধন শেখ, গাফফার মোল্লা, নজির, বাবু শিকদার, কাসেম খা, মমিন সরদার সহ ৩০ থেকে ৪০ জন আসামি করা হয়।
আসামির আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি বলেন, মামলার বাদী আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে।
আমরা বিজ্ঞ আদালতে বিষয়টি বলার পর পুলিশ প্রতিবেদন পর্যন্ত মামলার আসামি মালেক শিকদারকে জামিন মঞ্জুর করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আজ সকাল ১০ টায় সেনাবাহিনী আসামি আব্দুল মালেক শিকদার কে থানায় হস্তান্তর করে। তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.